Sunday, January 26, 2025

পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত আহত-২

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারর তিনজন নিহত হয়ছন। আহত হয়েছে ২ জন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পাংশার কলেজ মােড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালি উপজলার চর মাহেদ্রপুর গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (৩৫), তার মেয়ে শিখা খাতুন (১৫), তার ছেলে আব্দুল মালেক (৫)। আহতরা হলেন একই এলাকার নাজমা বেগম (৩০), আশরাফুল ইসলাম (৩৭)।

মাহেদ্র থাকা যাত্রী আশরাফ শখ জানান, তারা ঢাকা থক ঈদ করতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে একটি মাহেদ্র ভাড়া কর কুমারখালি যাচ্ছিলেন। ক্লান্ত থাকায় ঘুমে ছিলাম। হঠাৎ দেখি নিচে পড়ে রয়েছি। বাস না ট্রাকের সঙ্গে ধাক্কাটা লাগল সেটা জানি না।পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শরিফুল শেখ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানায়, রাত পৌন ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মােড় এলাকায় দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মাহেদ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক গাড়িটি আটকের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here