Wednesday, December 25, 2024

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

 বালিয়াকান্দি প্রতিনিধিঃ রবিবার (২৬ জুন) সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের পাটক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম বাদল মোল্লা (১৬) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নাবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, সকালে ধান চারা দেওয়া ক্ষেতে দেখতে যাই, পাশেই জমিতে পানি সেচ দেওয়ার বোডিং, সেখানে রক্ত দেখতে পেয়ে, আসে পাশে তাকিয়ে মরদেহ দেখে পেয়ে বাড়ির ও স্থানীয় মানুষদের খবর দেই।

পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনা স্থান পুলিশের উর্দ্ধতন অফিসারগণ পরিদর্শন করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধী খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here