Sunday, December 22, 2024

পাট ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে পাটখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

(১৮ জুলাই) মঙ্গলবার সকালে বাড়ীর অদূরে একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাসির শেখের ছেলে ইয়ামিন সেখ (৪)।

নিহতের দাদি নাসিমা বেগম জানান, সোমবার রাতের খাবার শেষে নাতি ইয়ামিনকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। পরে রাত ৩টায় হঠাৎ ঘুম ভেঙে গেলে নাতিকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নাতিকে পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে বাড়ীর পাশের পাটখেতে নাতি ইয়ামিনের মরদেহ পাওয়া গেছে।

শিশুটির বাবা নাসির শেখ জানান, কীভাবে কী হয়েছে, বুঝতে পারছি না। আর শিশুর তো কোনো শত্রু হয় না। আমি বালিয়াকান্দি থানায় যাচ্ছি। থানায় লিখিত অভিযোগ করবো।

বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে তারা থানায় আসছে, অভিযোগ দায়ের করার পর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here