Wednesday, January 22, 2025

পূর্ব বিরোধের জেরে খেতের তরমুজ বিনষ্ট করে ক্ষতি’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শালমারায় পূর্ব বিরোধের জেরে ইমরান মাহাবুব নামে এক কৃষকের দেড় একর জমির ছোট বড় তরমুজ কেটে তিন লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে ।

ইমরান মাহাবুব জানান, আমরা কৃষি কাজের উপর নির্ভরশীল । জঙ্গল ইউনিয়নের খলিলপুরে বকু মোল্লার বাড়ীর পাশে শালমারা পশ্চিম মাঠে দেড় একজর জমি লিজ নিয়ে তরমুজ চাষ করি । গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১১টা থেকে ২ টার দিকে মাঠের ছোট বড় ৭ শতাধিক তরমুজ কেটে ফেলে দিয়ে বিনষ্ট করে এবং বড় বড় তরমুজ চুরি করে নিয়ে যায় । এতে আমার ৩লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

তিনি আরো জানান, আমার প্রতিবেশী আনোয়ার হোসেন গং দের সাথে গত ২৬শে মার্চ দ্বন্দ হয় , সে কারনে হয়তো তারাই আমার এ ক্ষতি সাধন করেছে বলে আমি মনে করি। এ ঘটনায় আমি বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি । “

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here