Thursday, December 26, 2024

” প্রত্যাশা থিয়েটারে”র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী জার্নাল নিউজ ডেস্কঃ শিল্পের ছোঁয়ায় জাগুক প্রান প্রতিপাদ্যে “রাজবাড়ী প্রত্যাশা থিয়েটারে”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

১০ এপ্রিল (সোমবার) বিকেলে রাজবাড়ী শিল্প কলা একাডেমীতে প্রত্যাশা থিয়েটারে”র ইফতার ও দোয়া মাহফিলে মীর মশাররফ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ও প্রত্যাশা থিয়েটারের উপদেষ্টা মোঃ রাজ্জাকুল আলম রাজু’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মীর মশাররফ স্মৃতি সংসদ এর সভাপতি ও কবি সালাম তাসির । পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগর ।

এ সময় বিশ্বভরা প্রানের রাজবাড়ী শাখার সভাপতি আতাউর রহমান, প্রত্যাশা থিয়েটারের সাধারণ সম্পাদক সজিব সরকার, সাংগঠনিক সম্পাদক সামিম হোসেন, কোষাদক্ষ আসরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মাহফুজা আক্তার ,মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার , সদস্য হ্যাপী ও মেহেদি , আকাশ, কাব্প্রয, মুখ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here