Wednesday, January 22, 2025

প্রার্থীদের প্রতিক বরাদ্দের মধ্যে দিয়ে ভোটের উৎসব শুরু

  • আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের মধ্যে দিয়ে ভোট উৎসব শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে  সতন্ত্র আহম্মদ আলী ( আনারস), জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা (লাঙ্গল), আ.লীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা ( নৌকা)।

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র খলিলুর রহমান খান ( মোটর সাইকেল), আ.লীগের মনোনীত মোঃ রেজাউল করিম ( নৌকা)।  নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র মোঃ হাবিবুর রহমান ( চশমা) , সালেহ মোঃ ওয়াজেদ আলী ( অটো রিক্সা),  বাদশা আলমগীর ( আনারস), আবুল হোসেন ( ঘোড়া), বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম ( মোটর সাইকেল), আ.লীগের মনোনীত মতিয়ার রহমান ( নৌকা)। নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত জহুরুল ইসলাম ( নৌকা), সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ ( আনারস), বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল ( মোটর সাইকেল),  একেএম আতাউর রহমান ( চশমা) , একেএম কবিরুজ্জামান ( ঘোড়া)। বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ ( নৌকা), সতন্ত্র কামরুজ্জামান ( মোটর সাইকেল), বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম ( ঘোড়া) ,মোঃ আলমগীর বিশ্বাস ( আনারস), বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া ( চশমা)। জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত কল্লোল কুমার বসু ( নৌকা),  সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস ( আনারস), বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস ( মোটর সাইকেল)। জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন ( নৌকা), সতন্ত্র ইউনুছ আলী সরদার ( মোটরসাইকেল), বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান ( আনারস) , আবুল কালাম মন্ডল ( চশমা)।

৭টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড ৬৩টি, সংরক্ষিত ওয়ার্ড ২১টি, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি, ভোট কক্ষের সংখ্যা ২৮টি। ইসলামপুর ইউনিয়নে ২৫ হাজার ২১৮ ভোটার, বহরপুর ২৭ হাজার ৬০৫ ভোটার, নবাবপুর ৩১ হাজার ৪৯৭ ভোটার, নারুয়া ২১ হাজার ১৪২ ভোটার, বালিয়াকান্দি ২৩ হাজার ৪৮ ভোটার, জঙ্গল ১৬ হাজার ৫৯৩ ভোটার, জামালপুর ২৪ হাজার ৪৮১ ভোটার।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here