Saturday, January 11, 2025

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • এস,এম রাহাত হোসেন ফারুকঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতি বার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, থানার ওসি তারিকুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস,অফিসার্স ক্লাব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, আনছার ভিডিপি অফিস, সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা স্থলে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মান জানানো হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পরুস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here