Tuesday, December 24, 2024

বঙ্গবন্ধুর আদর্শে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: টুঙ্গীপাড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজি্বুর রহমানের আদর্শে উজ্জ্বীবিত হতে হবে। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভুমিকায় কাজ করতে হবে। দেশ ও গণমানুষের স্বার্থে সকল সাংবাদিককে কাজ করতে হবে। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএমএসএফ দেশ ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে।

সোমবার দুপুরে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, জিয়ারত শেষে স্থানীয় বিএমএমএফ’র শাখা কার্যালয় উদ্বোধন করা হয়। বিকেলে শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত জেলা,উপজেলার সাথে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্জ্ব শহীদুল ইসলাম পাইলট উদ্বোধক হিসেবে সংগঠনের শাখা কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন।
এতে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমেদ আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মো: খায়ের হোসেন, শিবলী সাদিক খান, কাজী নোমান, মোনালিসা মৌ, বাগেরহাট জেলা সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো: কামরুজ্জামান, পাবনা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য খোকন আহম্মেদ হীরা, ঢাকা জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, চাপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা ফয়সাল আজম অপু, কেন্দ্রীয় নেতা সৈয়দ খায়রুল ইসলাম, মাহবুবুর রহমান মুরাদ, শরীয়তপুর জেলা সভাপতি ফারুক হোসেন মোল্লা, সম্পাদক বেলাল আহমেদ, টুঙ্গীপাড়া সভাপতি মো: ওয়াহিদুজ্জামান, পিরোজপুরের মো: নাসির উদ্দিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ময়মনসিংহ সভাপতি সাইদুর রহমান বাবুল,পিরোজপুর ইন্দুরকানী শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। এতে ৬৪ জেলার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন।
নেতৃবৃন্দ বলেন, ২০১৩ সালে মফস্বল সাংবাদিকদের কল্যাণে গড়ে ওঠা বিএমএসএফ আজ সারাদেশের সাংবাদিকদের কাছে সমাদৃত হয়েছে। বিএমএসএফ’র আহবান সাংবাদিকদের কল্যাণে ১৪ দফা দাবি আদায়ে কাজ করতে চাইলে কেন্দ্রের নির্দেশনা মেনে কাজ করতে হবে।
আসন্ন ৫ম বিজয় শোভাযাত্রা পালন উপলক্ষে পহেলা ডিসেম্বর সকল জেলা/উপজেলায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের আহবান জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here