Wednesday, January 22, 2025

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো ইমদাদুল হক রানা : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টে ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধ ১৭ বালিকা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে জেলার বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার সমাপনি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেল ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, বহরপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বালিয়াকান্দি থানার প্রতিনিধি এসআই রাজিবুল ইসলাম, সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমূখ।

উল্লেখ্য ফাইনাল খেলায় দুইটি ইউনিয়নের আগত ফুটবল দল জামালপুর ইউনিয়ন অনুর্ধ ১৭ বালক ও বহরপুর ইউনিয়ন অনুর্ধ ১৭ বালক দলের খেলোয়াররা ফাইনাল অংশগ্রহণ করেন।

খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস‍্য গোলাম মোর্শেদ চাঁদু, মোঃ নুরুল ইসলাম নুরু, শ্রী অখিল কুমার কুন্ডু ও মোঃ আলী মুনসুর। বহরপুর ইউনিয়ন অনুর্ধ ১৭ ফুটবল একাদশ ৬ – ০ গোলে জামালপুর অনুর্ধ ১৭ ফুটবল একাদশকে পরাজিত করে চতুর্থবারের মতো চাম্পিয়ন হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here