Sunday, December 22, 2024

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার কমিটি গঠন।

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ২৮শে জুন সকালে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। এতে মোঃ মনিরুজ্জামান সভাপতি ও মোঃ ছবদুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সমিতির জেলা ও সদর উপজেলা শাখার আহ্বায়ক এস. এম. এ. মান্নানের সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় সমিতির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গাউসুল আজম, সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি কিসমত আলী সহ সদর উপজেলার ৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( ২০১৩ সালের জাতীয়করণকৃত) প্রায় ২০০ শত শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সমিতির সদর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুলতানপুর ইউনিয়নের পারশাইলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান কে সভাপতি এবং নিজামপুর ইউনিয়ন এর চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছবদুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। ছাড়াও সভায় ২০১৩ সালের জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল ও ৫০ % চাকুরীকালীন গণনার মামলা এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অন্যান্য প্রাপ্য কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাস্তবায়নের লক্ষে আলোচনা করা হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here