Thursday, December 26, 2024

বাবু হত্যাকারীর ফাঁসির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ীতে বাবু হত্যাকারী মনিরের ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এলাকাবাসী ও পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তৃতা করেন, নিহত রাফিজুল ইসলাম ওরফে বাবুর মা হাজরা বেগম, বোন লাভলী আক্তার, তানিয়া, প্রতিবেশী সাবুল সরদার, সোহেল রানা, নজরুল ইসলাম, জামাল, রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৪ এপ্রিল সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাফিজুল ইসলাম ওরফে বাবু (২৬) কে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাধবদিয়া গ্রামের আলাই প্রামানিকের ছেলে মনির প্রামানিক ছুরিকাঘাত করে হত্যা করে। তার রুমে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। মনিরের শাশুরী ও আফসার সরদারের স্ত্রী জহিরণ বেগম বাড়ীতে এসে হুমকি দিয়ে যাওয়ার পরই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। উল্টো আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানী করছে। আমরা লাশ দ্রুত দেশে প্রেরণ সহ হত্যাকারীকে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here