Monday, November 18, 2024

বালিয়াকান্দিতে আরএন্ডবি ইটভাটার কার্যক্রম বন্ধ

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে একটি ইটভাটা পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ)বিকেলে হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকায় অবস্থিত মেসার্স আরএন্ডবি (রাবেয়া ব্রিকস) নামক পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদের উপস্থিতিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ সহায়তা প্রদান করেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here