Tuesday, January 21, 2025

বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোঃ ইমদাদুল হক রানা : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া পদমদী গ্রামে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে গীতা বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার (৩ জুলাই) দুপুর আনুমানীক আড়াইটার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া পদমদী গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার নবাবপুর ইউনিয়ন ডাঙ্গাপাড়া পদমদী গ্রামের প্রদীপ কুমার বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস (৫৫) দীর্ঘদিন অসুস্থ থাকায় কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে নিজ বাড়ি ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে বলে জানাগেছে।

গীতার আত্মীয়-স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গীতা বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস স্বামী স্ত্রী দুজনই দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় গীতা বিশ্বাস কিছুটা মানসিক ভারসামহীন হয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে ।
এ বিষয়ে স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কাবিল হোসেন জানান নিহত গীতা বিশ্বাস আমার ওয়ার্ডের একজন স্হায়ী বাসিন্দা। আমার জানামতে পারিবারিক ভাবে তেমন কোন সমস্যা ছিলো না তাদের, তবে তারা স্বামী স্ত্রী দুজনেই দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিল। তাকে স্থানীয়ভাবে চিকিৎসার পর রাজারবাগ পুলিশ হসপিটালে তাকে চিকিৎসা করানো হয়। আমার ধারনা শারীরিক অসুস্থতা জনিত কারণে হতাশায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে।

বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য নিয়ে এসেছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here