Sunday, January 12, 2025

বালিয়াকান্দিতে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দুর্গাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৬), আড়কান্দি গ্রামের নাজিম উদ্দিন শেখের ছেলে মোঃ রইচ শেখ (২৫)।
র‌্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার দূর্গাপুর গ্রাম এলাকায় কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা(৩৬) ও মোঃ রইচ শেখ(২৫) কে আটক করে । এ সময় তাদের হেফাজতে থাকা ৮৯০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here