Wednesday, January 29, 2025

বালিয়াকান্দিতে নিম অর্গানিক কে ৫০ হাজার টাকা জরিমানা 

  • মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারনা ও মেয়াদউত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায়  বালিয়াকান্দিতে নিম অর্গানিক কে ভোক্তা আইনের ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  বালিয়াকান্দির  ২টি  ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ই আগস্ট)  বিকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন অভিযানে মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের সাথে প্রতারনা করার অভিযোগে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনে অবস্থিত নিম অর্গানিক প্রডাক্টের মালিক ড. নিম হাকিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে  মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় বহরপুর ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিষ্ট ছাড়া পরীক্ষা করায় প্যারাডাইস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বেলেও জানান তিনি।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here