Friday, January 24, 2025

বালিয়াকান্দিতে পরীক্ষা শেষে দুই শিক্ষকের পিটুনীতে স্কুল ছাত্র আহত,হাসপাতালে ভর্তি

বালিয়াকান্দি সংবাদদাতাঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মোঃ সাব্বির হোসেন বিশ্বাস দুই শিক্ষক মিলে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ডাঙ্গাহাতিমোহন গ্রামের ইলিয়াছ হোসেন বিশ্বাসের ছেলে।

ইলিয়াছ হোসেন বিশ্বাস অভিযোগ করে বলেন, বুধবার দুপুর সোয়া ১টার সময় সাব্বির বিশ্বাস স্কুলের বিজ্ঞান পরীক্ষা শেষে বাড়ী ফেরার জন্য স্কুলের সামনে ভ্যানের জন্য অপেক্ষা করছিল। এসময় হঠাৎ করেই স্কুলের শিক্ষক হারান চন্দ্র মন্ডল ও আব্দুস সবুর খান ওরফে দুলু এসেই কোন কিছু বুঝে উঠার আগেই কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে কাঠের বাটাম দিয়ে এলোপাথারী ভাবে মারধোর করে নিলা ফুলা জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা ফেলে রেখে চলে যান। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে রাত সোয়া ৮টার দিকে নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here