Wednesday, December 25, 2024

বালিয়াকান্দিতে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ 

বিনা প্রয়োজনে ঘর থেকে সড়ক, বাজার, গ্রাম্য মোড়ের দোকানে আসলেই পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। বর্তমানে কোভিড-১৯এর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধ কল্পে রাজবাড়ী বালিয়াকান্দি থানা এলাকায় সার্বিক কার্যাবলি-চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষে এলাকার বিভিন্ন স্থানে বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ তারিকুজ্জামানের নেতৃত্বে ও ফোর্সদের কর্মপ্রচেষ্টার ফলে কঠোর লকডাউন বাস্তবায়ন হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ তারিকুজ্জামানের নেতৃত্বে উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজার, সড়কগুলোতে পুলিশের টহল ছিল চোঁখে পড়ার মতো। পুলিশের টহল ও চেকপোষ্ট জোড়দার করায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল হ্রাস পেয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, চলমান লকডাউন বাস্তবায়নে মাঠে পুলিশ কাজ করছে। বর্তমানে কোভিড-১৯এর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধ কল্পে রাজবাড়ী বালিয়াকান্দি থানা এলাকায় সার্বিক কার্যাবলি-চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here