Wednesday, January 22, 2025

বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

১৪ই নভেম্বর (মঙ্গলবার) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদের কবরে পুস্পমাল্য প্রদানের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নবনির্বাচিত চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা সমাজসেবা অফিসার অজয় হালদার, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ আজিমুদ্দিন, আঃ মোমিন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here