Monday, January 6, 2025

বালিয়াকান্দির দু,টি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্যাথলজিক্যাল পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার দায়ে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩ ধারায় ১০ হাজার টাকা এবং একই অপরাধে সেবা মেডিকেল এন্ড ডায়াগষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান, উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here