Thursday, December 26, 2024

বালিয়াকান্দি ৭ ইউপি নির্বাচনে আ,লীগ ৪ বিদ্রোহী ৩জন বিজয়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ ইউপিতে আওয়ামীলীগ ও ৩টি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলা রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে আ,লীগ সমর্থিত সতন্ত্র আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা ( লাঙ্গল) ৩৬৬ ভোট, আ.লীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা ( নৌকা) ৬৯৬৪ভোট।
বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত মোঃ রেজাউল করিম ( নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ভোট ।
নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী ( অটোভ্যান) ১২৬১ভোট, আবুল হোসেন ( ঘোড়া) ৪৫৬৫ভোট, বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ভোট, আ.লীগের মনোনীত মতিয়ার রহমান ( নৌকা) ৩৬৪৫ভোট।

নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত জহুরুল ইসলাম ( নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ ( আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ভোট, আ,লীগ সমর্থিত একেএম আতাউর রহমান ( চশমা)৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান ( ঘোড়া) ১৭৬৯ভোট।
বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত মোঃ আলমগীর বিশ্বাস ( আনারস) ভোট৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আ.লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ ( নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান ( মোটরসাইকেল) ১১৯ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম ( ঘোড়া) ৩৭১০ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ভোট।
জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত কল্লোল কুমার বসু ( নৌকা) ৭৫৬৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস ( আনারস) ৪৯৫৯ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ভোট।
জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন ( নৌকা) ১১০৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here