Tuesday, December 24, 2024

বালিয়াকান্দি থানা পুলিশের প্রচেষ্টায় একমাসে ৮টি আত্নহত্যার মামলা নিষ্পত্তি

আত্নহত্যার মামলা মাসের পর পর অতিবাহিত হয়ে আসলেও এবার রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ এক মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে। গত একমাসে ৮টি মামলা নিষ্পত্তি করে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।
জানাগেছে, বালিয়াকান্দি থানায় গত জুলাই মাসে ২টি ও আগষ্ট মাসে ৬টি আত্নহত্যা ( অপমৃত্যু) মামলা দায়ের হয়। ওই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ নিয়ে বালিয়াকান্দি থানা পুলিশ এক মাসে ৮টি মামলা নিষ্পত্তি করেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশনায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সহযোগিতায় এক মাসের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়। এখন থেকে এক মাসের মধ্যে আত্নহত্যা (অপমৃত্যু) মামলা নিষ্পত্তি হবে। এতে করে হয়রানীমুক্ত হবে মামলার বাদী।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here