Saturday, March 15, 2025

বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বৈদেশিক মূদ্রা সহ মোঃ ফিরোজ আলী (৪৩) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে । এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ফিরোজ আলী মেহেরপুর জেলার কুতুবপুরের মোহাম্মদ আলীর ছেলে ।

বিষয়টি নিশ্চিত শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানান,  রাজবাড়ী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ওসি মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ উক্ত আসামীকে গ্রেফতার করে । তিনি আরোও বলেন, দীর্ঘদিন সে মানি লন্ডারিং এর ব্যাবসা করত। পাংশা- রাজবাড়ী হয়ে ঢাকা যাবার পথে মোঃ ফিরোজ আলী কে বৈদেশিক মূদ্রা সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here