Friday, December 27, 2024

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে বিষের বোতল হাতে প্রেমিকা অনশন শুরু করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে।
এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের কালো ওরফে কাইলা শেখের ছেলে মোঃ সোমিন শেখ (২১) সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার রাতে জামালপুর ইউনিয়নের কোমরদিয়া গ্রামের সালাম মিয়ার মেয়ে ও রাজ্জাক জুট মিলের শ্রমিক হাবিবা খাতুন (১৮) বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবীতে অনশন করছে। এ নিয়ে রাতেই জামালপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও বহরপুর ইউপি সদস্য আরব আলী ওই বাড়ীতে গিয়ে আপোষের চেষ্টা করলেও প্রেমিক সোমিন পালিয়ে যায়।
অনশনকারী প্রেমিকা হাবিবা খাতুন জানায়, ৪ বছর ধরে তার সাথে প্রেমের সম্পর্ক। তাকে বিয়ের আশ্বাসে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় নিয়ে স্বামী-স্ত্রীর মতো রাত্রি যাপন করেছে। আমার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে ও আমার ইজ্জত শেষ করে দিয়ে এখন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছে। আমাকে বিয়ে না করলে বিষ খেয়ে এ বাড়ীতেই আতœহত্যা করবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাড়ীতেই অনশন করছে বলে জানাগেছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here