Saturday, December 21, 2024

ভোক্তার অভিযানে ২প্রতিষ্ঠান মালিককে জরিমানা

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদফতরের অভিযানে রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠান মালিককে প্রশাসনিক কায়দায় জরিমানা করা হয়েছে। রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান ২৪শে মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদফতরের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন বাজার তদারকি করা হয় ।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা আইন ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের রাকিব হোটেল মালিক কে ২হাজার টাকা ও একই ধারায় সদর উপজেলার আলাদীপুর বাজারের আমিনিয়া স্বপ্নপুরী হোটেল মালিক কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।’

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস্য ও সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অভিযানে সহায়তা করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here