Monday, May 6, 2024

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজবাড়ী জেলা প্রশাসক এঁর সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ৩০ অক্টোবর (সোমবার) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ সময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রাজবাড়ী ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন । সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবু জিহাদ আনছারী উপাধ্যক্ষ সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী, মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী, এ.কে. এম. শাহনেওয়াজ পক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাজবাড়ী, মোঃ হারুন-অর-রশীদ সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর ফরিদপুর, মোঃ জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতি জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রাজবাড়ীসহ বিভিন্ন দপ্তর এর বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগীয় কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্স’র পরিচালকবৃন্দ, কনজ্যুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী এর সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ এর সঞ্চালনায় উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ী কাজী রকিবুল হাসান। উন্মুক্ত আলোচনা পর্বে সেমিনার এ সন্মানিত অংশগ্রহণকারীবৃন্দ ভোক্তা-অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে সেমিনারের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here