Thursday, December 26, 2024

মরহুম ডা. শফিউদ্দিন পাতা’র কবর জিয়ারত করলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ 

পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. শফিউদ্দিন পাতা ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে একই দিন রাত ৯টায় তার নিজ গ্রাম শাজুরিয়াতে তাকে সমাহিত করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ৮ আগস্ট সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাকিলের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী মরহুম ডা. শফিউদ্দিন পাতার কবর জেয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি আঃ রহমান বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মোল্লা, পাংশা উপজেলা আওয়ামীগের সদস্য আঃ হামিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল আলম ছগীর, আবুল কাশেম প্রাঃ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী মাষ্টার, নজরুল ইসলাম প্রাঃ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মল্লিক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সদস্য আসাদুজ্জামান হেনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here