Saturday, January 18, 2025

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিদেশী মদসহ ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে রাজবাড়ীর পাংশা পৌর শহরের ৬নং ওয়ার্ড থেকে বিভিন্ন ব্যান্ডের ৪৭ বোতল বিদেশি মদসহ নন্দন কুমার সাহা(৪২) নামে ১ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার নন্দন কুমার সাহা পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে। গত ১২ অক্টোবর মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে আসামীর বসত বাড়ির পূজার ঘরে থাকা একটি বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। এ সময় ঘরে নিজেই উপস্থিত ছিলেন নন্দন কুমার সাহা, পরে তাকে হাতে নাতে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান, সে দীর্ঘদিন যাবত বিদেশি মদের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here