করোনা ভাইরাস মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে বাগেরহাটের ফকিরহাটে সাত ব্যবসায়ীকে এক হাজার তিনশত টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা মোড় ও ফকিরহাট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অভিযানকালে পথচারী ও চালকদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এসময় নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক না থাকলে ক্রয়-বিক্রয় করা যাবেনা। করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।