Monday, December 23, 2024

যুবককে কুপিয়ে মারাত্নক জখম

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ীতে আলামিন (১৯) নামে এক যুবককে কুপিয়ে মারাত্নক যখম করেছে সন্ত্রাসীরা। আলামিন সদর উপজেলার বানীবহ ইউনিয়নের কালিবাড়ী এলাকার হামিদ মিয়ার ছেলে ।

জানাগেছে, পূর্ব বিরোধের জেড় ধরে বানীবহ বাজারে বিকেলে ১০-১৫ জন গণ্ডগোল করে । পরে দ্বিতীয় দফায় রাত নয়টার দিকে তারাই আলামিনকে বানীবহ এলাকার বিচাত্রা মাদ্রাসার পাশে ব্রীজ সংলগ্ন এলাকায় দেশিয় অস্ত্র ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নকভাবে আহত করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারে ৯ টার দিকে রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে আসে । রাজবাড়ী সদর হাঁসপাতালের সিনিয়র নার্স মামুন জানান, যুবকের মাথা ও পিঠে এলোপাথাড়ি কোপানো হয়েছে। বিশেষ করে পিঠে শতাধিক সেলাই করা হয়েছে । কর্তব্যরত চিকিৎস্যক ডা. ওমর ফারুক আলামীনকে চিকিতস্যাদিয়ে ভর্তি করেছেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন, জানান, ঘটনা শোনার পর পুলিশ ফোর্সা পাঠানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here