Monday, January 27, 2025

রাজবাড়ীতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৩ জুন) সকাল সারে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

বাংলাদেশ সরকারের রেল পথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য , তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি , রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ,সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সালমা চৌধুরী রুমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু প্রমূখ । ‘

 

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here