Wednesday, May 1, 2024

রাজবাড়ীতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  ‘প্রাণি সম্পদে ভরবো দেশ , গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৮ই এপ্রিল ( বৃহস্পতিবার) সকালে রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ দফতর ও ভেটেরিনারি হাঁসপাতালের বাস্তবায়নে, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম । এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খায়ের উদ্দিনসহ সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

৮টি দুগ্ধ উৎপাদন কারী সমতির সদস্যদের মাঝে বিনামূল্যে দুধ মিক্সার মেশিন প্রদান করেন অতিথিরা ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ,এ সময় রাজবাড়ীতে প্রোজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার করা হয়।

এরপর আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার সহ অন্যান্য অতিথিগণ স্টল ঘুরে দেখেন।

৮টি দুগ্ধ উৎপাদন কারী সমতির সদস্যদের মাঝে বিনামূল্যে দুধ মিক্সার মেশিন প্রদান করেন অতিথিরা । সাম্প্রতিক শেষ হওয়া তথ্য জরিপ কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি তথ্য গ্রহনকারীদের ৩ জনের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

প্রাণি সম্পদ প্রদর্শনীতে ৫০ টি স্টলে বিভিন্ন খামারি বিভিন্ন ধরনের পশু-পাখি, দেশি-বিদেশি মুরগী, কবুতর, গরু ও প্রযুক্তি উপকরণ সহ প্রানী চিকিৎসা সামগ্রী প্রদর্শন করেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here