Thursday, April 3, 2025

রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শওকত হাসান আলূপুর ইউনিয়নের আলদিপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আজাহার আলী শেখের ছেলে। তিনিও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার (২৫মার্চ) বেলা সারে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী গ্রেফতার শওকত হাসান কে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

থানা ও মামলা সূত্রে জানাগেছে, গত ১৮ই জুলাই/২৪ আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ী থানাধীন রাজবাড়ী ঢাকা মহাসড়কের বড়পুল নামক স্থানের গোল চত্ত্বরে এজাহারে উল্লেখিত আসামী ও অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পনা মাফিক বে-আইনি জনতাবদ্ধে বোমা, আগ্নেয়আস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাশের লাঠি বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতভাবে চতুর্দিক হইতে আন্দোলনকারীদের ঘিরিয়া ধরে।

এজহার নামীয় ২নম্বর আসামী রাজবাড়ী ০১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী ও এজহার নামীয় ১নং নম্বর আসামী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে এজাহার নামীয় ৭৪নম্বর আসামী মোঃ শফিকুল হোসেন, ১০৪ নম্বর আসামী সাইফুদ্দিন আহম্মেদ সুজন, ৯২ নম্বর আসামী আশরাফুল হাসান আশা, ও ১৩৭ নম্বর আসামী ফারুক ঠিকাদার তাহাদের সঙ্গে আনা বোমা আন্দোলন কারীদের হত্যার উদ্দ্যেশে নিক্ষেপ করে। তাহাদের ছোরা বোমা বিস্ফোরনে আন্দোলনকারীরা দিক- বিদ্বিক ছোটাছুটি করে এই সময় এজাহার নামীয় অন্যান্য আসামী সহ অজ্ঞাত নামা আসামীরা ছাত্র ছাত্রী ও তাহাদের অভিভাবক আন্দোলনে অংশগ্রহনকারীদের কে হত্যার উদ্দ্যেশে তাহাদের সঙ্গে আনা বোমা বিস্ফোরন ঘটায় এবং আমজনতাকে লক্ষ্যে করে কতিপয় আসামী আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করতে করতে ত্রাস সৃষ্টি করে এবং আসামীরা আন্দোলনকারীদের বে-ধরক মারপিঠ করে গুরুতর জখম করে। আসামীরা জখমীদের রাজবাড়ী সদর হাসাপাতাল সহ কোথাও কোনো চিকিৎসা নিতে দেয়নি। আসামীরা একটি যোক্তিক আন্দোলনকে নিদ্বয়, নিষ্ঠুর ভাবে দমনের চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকে বানচালের হীনো চেস্টা করে। আসামীদের আক্রমনে আহত হয় ১নং সোনিয়া আক্তার স্মৃতি ২নং নুরুননবী ৩নং আশিক ইসলাম অভি ৪নং রাজিব মোল্লা ৫নং মেহেরাব ৬নং আলতাফ মাহমুদ সাগর ৭নং উৎস্য সরকার ৮নং রিয়াজ সহ অসংখ্যা আন্দোলনকারী।

আসামীরা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর বে-আইনি জনতাবদ্ধে একই উদ্দেশ্য সাধনকল্পে হত্যার নির্দেশ দিয়ে, হত্যার উদ্দেশ্য বোমা বিস্ফোরন ঘটিয়ে, দেশীয় আগ্নেয় অস্ত্রসস্ত্র দিয়ে আন্দোলনকারীদের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর জখম করে।

পরবর্তীতে উক্ত বিষয়ে রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাজিব মোল্লা বাদী হয়ে এজাহারনামীয় ১৭০ জন আসামী ও অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; জি আর নং-৩৩২, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; সময়- ০০:২০ ঘটিকা ধারা- 143/148/341/307/325/114/34 The Penal Code, 1860; তৎসহ 3/6 The Explosive Substances Act, 1908; রুজু করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বেলা আড়াইটার সময় আলাদিপুর থেকে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান কে গ্রেফতার করা হয় । ”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here