Friday, November 15, 2024

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে জেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে লোকোশেড বধ্যভূমি স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান।

এসময়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় লোকোশেড বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ।

জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী।


আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: জলিল মিয়া প্রমুখ ।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here