Sunday, December 22, 2024

রাজবাড়ীতে হাজতির মৃত্যু

রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ীতে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শহিদুল বিশ্বাস (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (২৩শে জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই রেজাউল বলেন, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাসের এক বছরের সাজা হয়। ৮মাস ধরে সে কারাগারে রয়েছে। মঙ্গলবার সকালে কারাগার থেকে বাড়ীতে ফোন দেয় অসুস্থ হয়ে হাসপাতালে। এখন এসে দেখি ভাই আর নেই।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যাথা নিয়ে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৭টার দিকে মৃত্যু হয়।

রাজবাড়ী জেলখানার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, কারাগারে ফজরের নামাজের জন্য প্রস্তিতি নিচ্ছিলো হটাত তার বিকে ব্যাথা অনুভব হলে আমাদের নিজস্ব মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জেলখানায় এর আগে কখনও সে অসুস্থ্য ছিলো না বলেও জানান তিনি ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here