Saturday, April 5, 2025

রাজবাড়ী শহরের সেনাবিহীনির অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী সেনা ক্যাম্প ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর সারে ৪টার সময় রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা (সুজন পাড়া) কবরস্থান এলাকায় তল্লাশি অভিযান চালায়।তল্লাশিকালীন সময়ে ১ টি রিভলভার ও ৪ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। নিকটস্থ একটি তালাবাদ্ধ ঘর হতে ২টি রামদা, ৩টি ধারালো ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে রাজবাড়ী আর্মি ক্যাম্প বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here