রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রাজবাড়ী সিভিল সার্জন ইব্রাহীম টিটনের সভাপতিত্বে ভিটামিন ‘এ’এর গুরুত্ব নিয়ে প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন স্লাইড উপস্থাপনা করে সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃমানসুবা তাবাসসুম।
রাজবাড়ীতে ৪২টি ইউনিয়নের ১২৮টি ওয়ার্ডে ও স্থায়ী অস্থায়ী এবং পৌরসভা সহ মোট ১হাজার ৬৬ টি কেন্দ্রে ৬-১১ মাসের ১৬হাজার ১৮০ জন ও ১২-৫৯ মাসের ১লাখ ১৯হাজার ৭১৭ জন সহ মোট ১লাখ ৩৫ হাজার ৮৯৭ জন শিশুকে এবার এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে।
কর্মশালায় দুর্গম চরাঞ্চলের শিশুদেরকে প্রাধান্য দেওয়া সহ সকল শিশু যেন এ ক্যাপেইনের আওতায় আসে সে বিষয়ে আলোচনা করা হয়। আগামী ৪জুন-৭ই জুন পর্যন্ত চারদিন ব্যাপী চলবে এ প্লাস ক্যাম্পেইন।