নেহাল আহমেদ,রাজবাড়ী: একমাত্র সনদধারী মানুষই শিল্পের আলোচনা করবে, শিল্প নির্মাণ করবে, এ ধারণা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন প্রতিষ্ঠানের বাইরের শিল্পচর্চা এবং শিল্পকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে মানুষ। চারুকলার পেশাগত মানুষ নিয়ে প্রথাগত আর্ট ক্যাম্প আয়োজনের যে নাগরিক ধারা, তাকে পাশ কাটিয়ে রাজবাড়ীতে দিন ব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
রাজবাড়ী জেলার রাবেয়া কাদের ফাউন্ডেশন এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। শুরু থেকে এই আর্ট ক্যাম্প রাজবাড়ী বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক ছেলে মেয়েরা অংশ নেয়।
অনুষ্ঠানটি উদ্ভোধন করেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ার পার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাহাঙ্গীর আলম প্রমূখ।
অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল,চিত্রশিল্পী তরুণ ঘোষ কিরিটি রঞ্জন বিশ্বাস রেজাউল হক লিটন সহ বিশ সদস্যেদের একটি দল।
রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন শিশুদের সু নাগরিক হিসাবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কার্যক্রম চালু প্রয়োজন।