Wednesday, January 22, 2025

রাজবাড়ীতে নতুন ২১ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫শত ৯৮ জন

রাজবাড়ীতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুও। রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ২১ জন সহ রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা  ৭ হাজার৫ শত ৯৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২২শে জুলাই ৫৬ জনের  নমুনা পরীক্ষা করা হয়।এদের মধ্যে RT-PCR এর মাধ্যমে পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আর ১৭ই জুলাই : icddr, b তে ৩১ টি নমুনা পাঠানো হলে ২ জনে নমুনা পজেটিভ আসে। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার৫ শত ৯৮ জন।নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯ জন আর পাংশা উপজেলায় ১২ জন। এ পর্যন্ত রাজবাড়ীতে (কোভিড-১৯) করোনায় মারা গেছে, ৫৮ জন । মৃতদের মধ্যে, রাজবাড়ী সদর উপজেলাতে  ৩২ জন, পাংশা উপজেলা তে ১৭ জন কালুখালী উপজেলাতে ৫ জন বালিয়াকান্দি উপজেলা তে ২ জন ও গোয়ালন্দ উপজেলা তে ২ জন । মোট সুস্থ্য হয়েছেন ৬হাজার ৭৫ জন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here