রাজবাড়ীতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুও। রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ২১ জন সহ রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা ৭ হাজার৫ শত ৯৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২২শে জুলাই ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।এদের মধ্যে RT-PCR এর মাধ্যমে পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আর ১৭ই জুলাই : icddr, b তে ৩১ টি নমুনা পাঠানো হলে ২ জনে নমুনা পজেটিভ আসে। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার৫ শত ৯৮ জন।নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯ জন আর পাংশা উপজেলায় ১২ জন। এ পর্যন্ত রাজবাড়ীতে (কোভিড-১৯) করোনায় মারা গেছে, ৫৮ জন । মৃতদের মধ্যে, রাজবাড়ী সদর উপজেলাতে ৩২ জন, পাংশা উপজেলা তে ১৭ জন কালুখালী উপজেলাতে ৫ জন বালিয়াকান্দি উপজেলা তে ২ জন ও গোয়ালন্দ উপজেলা তে ২ জন । মোট সুস্থ্য হয়েছেন ৬হাজার ৭৫ জন।