Sunday, December 29, 2024

রাজবাড়ীতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এস,এম কুদ্দুস জামানকেসংবর্ধনা প্রদান

রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস,এম কুদ্দুস জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে বার এসোসিয়েশন চত্বরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড.এটিএম মোস্তফা মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস,এম কুদ্দুস জামান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, মঞ্জুর মোর্শেদ প্রমুখ। এরআগে জেলা বার এসোসিয়েশন, আইনজীবি সংগঠন, আইনজীবি সহকারী, আইনজীবি জুনিয়ররা ফুল ও ক্রেস্ট প্রদান করেন অতিথিদের।

এ সময় কালুখালী উপজেলার কোর্ট নেই, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বার এসোসিয়েশনের সাথে যে সমস্যা আছে, তা জেলা জজ বসে সুরহা করে নিবেন বলে প্রধান অতিথি আশ্বস্থ করেন।
সভার শুরুতেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদ গোপালগঞ্জে নির্বাচনী সফরকালে আকস্মিকভাবে মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here