রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীতে খামারিদের দোরগোড়ায় প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সেবা পৌঁছে দিতে এবং পশু খাদ্য হিসেবে উন্নত জাতের ঘাসের ব্যবহার করে পশুখাদ্য খরচ কমিয়ে আনতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় রাজবাড়ী সদর উপজেলার ঢালা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, বিনামূল্যে পোল্ট্রি ভ্যাক্সিনেশন এবং গবাদিপশুর ফ্রি চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার বিশ্বাস, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট খন্দকার সমীর, ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোঃ মোজাম্মেল হক, ড্রেসার আব্দুস ছামাদ, বসন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বসন্তপুর ইউনিয়নের ৪০ জন নারী খামারি অংশ নেন।