Monday, November 25, 2024

রাজবাড়ীতে বর্নিল আয়োজনে বৈশাখ পালন

নেহাল আহমেদ:
রাজবাড়ীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর কোনো আয়োজন করতে না পারায় এই বছর জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

১৪২৯ বর্ষের প্রথম দিন সকাল থেকে কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জেলার আজাদী ময়দানে নাচ, গান কবিতার ও বর্নিল শোভা যাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমতলায়ও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

জেলার সাংস্কৃতিক সংগঠক ও কবি নেহাল আহমেদ বলেন, “গত দুই বছর আমরা করোনার কারণে অনাড়ম্বরভাবে বর্ষবরণ করেছি। তবে এ বছর আমরা ভালোভাবে আয়োজন করতে পেরেছি। পবিত্র রমজান মাসের জন্য লোকসমাগম কম কিন্তু আড়ম্বরভাবে পালিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান।”

এদিকে বর্ষবরণকে সামনে রেখে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। বর্ষবরণের অনুষ্ঠানে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে পুলিশ ও র‍্যাব ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here