Tuesday, December 24, 2024

রাজবাড়ী সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনঃ নৌকা পেলেন যারা

রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৪টি ইউনিয়নে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে  ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগের যে ১৪ জন প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন।তারা হলেন- সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ টুকু মিজি। খানগঞ্জ ইউনিয় আঃলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুর রহমান সোহান। চন্দনী ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃরব। জেলা আওয়ামীলীগের উপ দফতর সম্পাদক লুতফর রহমান চুন্নু  সুলতানপুর ইউনিয়ন। শহীদ ওহাবপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া। পাচুরিয়া ইউনিয়ন আ;লিগের সভাপতি কাজী আলমগীর। দাদশী ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী। বরাট ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন শেখ। বানীবহ ইউনিয়ন আঃ লীগের কার্যকরী সদস্য ও সদ্য প্রয়াত ইউনিয়ন আঃলীগের সভাপতি লতিফ মিয়ার স্ত্রী শেফালী বেগম। রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আবুল হাসেম বিশ্বাস।  সদর উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মূলঘর ইউনিয়ন। খানখানাপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোঃ আমির আলী মোল্লা। বসন্তপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া। আলীপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ মিয়াঁ।

১০ই নভেম্বর চতুর্থ ধাপে সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়। ২৫শে নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ২৯শে নভেম্বর যাচাই বাছাই কার্যক্রম। ৬ই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৭ ই ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩শে ডিসেম্বর বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here