Thursday, January 23, 2025

সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ব্যাক্তি উদ্যোগে পাঠাগার নির্মাণ

মো: আলমাস আলীঃ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ব্যাক্তি উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয়ে পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

লাইব্রেরীর শুভ উদ্বোধন স্থাপন করেন, আমিরেকা প্রবাসী অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন তালুকদারের পরিবার। লাইব্রেরীর যাবতীয় কাজ বাস্তবায়ন করেন প্রধান শিক্ষক লিটন কুমার নাগসহ স্কুল কমিটির সদস্য বৃন্দ।

১৬ই আগষ্ট রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় প্রধান অতিথি হিসাবে গ্রন্থগারটির শুভ উদ্বোধন করেন ওয়াহিদ উদ্দিন তালুকদারে কন্যা ফেন্সী তালুকদার। তিনি সরাসরি উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসী ও স্কুল কমিটির সভাপতি জুলকর শাহীন এবং আওয়ামীলীগ নেতা-কর্মীদের সংঙ্গে নিয়ে পাঠাগারটি স্থাপন অতপর শুভ উদ্বোধন করেন। লাইব্রেরীটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন তালুকদারের পরিবারের অনেক চেষ্টার ফসল হিসাবে বিশাল আকারে এক তলা বিল্ডীং ঘরসহ পাঠাগারটি নির্মাণ করা সম্ভাব হয়েছে। উপস্থিত এলাকাবাসী তালুকদারের পরিবারকে ধন্যবাদ জানান।
এদিকে ডা: এমদাদুল হক খানের প্রচেষ্টায় মঙ্গলবার সকালে স্থানীয় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরেকা প্রবাসী ওয়াহিদ উদ্দিন তালুকদার একমাত্র মেয়ের জামাই আবুল কালাম আজাদ জোয়াদ্দার ও মেয়ে ফেন্সী তালুকদার।

আরোও বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুলকর শাহীন, প্রধান শিক্ষক লিটন কুমার নাগ, রোকন উদ্দিন ব্যাপারী, আ:লীগ নেতা লুৎফর রহমান চুন্নু মিয়া, আকতারুজ্জামান মোল্যা, ডা: বদিউজ্জামান, আবুল কালাম আজাদ জোয়াদ্দার (আমিরেকা প্রবাসী), সাবেক সচিব তালেব প্রামাণিক ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমূখ। সকল বক্তাগনই আগামীতে ওয়াহিদ উদ্দিন তালুকদার পাঠাগারটি ডিজিটাল পাঠাগারের দাবীসহ স্কুলটি কলেজ করার দাবী জানান। অনুষ্টান শেষে উপস্থিত শতশত জনগনকে মিষ্টি মূখের ব্যবস্থা করানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here