Sunday, December 22, 2024

রাজ্জাক জুট ইন্ড্রাট্রিজ লিমিটেডের উদ্দ্যোগে  ৪ হাজার শ্রমিক ও দুঃস্থদের মাঝে চাউল বিতরণ

শুক্রবার থেকে সরকার কর্তৃক কঠোর লকডাউন ঘোষনা ও মিল বন্ধ থাকার কারণে রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রমিক ও অসহায় ৪ হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর রাজ্জাক জুট মিলস লিমিটেড প্রাঙ্গণে প্রতিটি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
আনুষ্ঠানিক ভাবে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, রাজ্জাক জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান। এসময় পরিচালক জিয়াউর রহমান খান, নির্বাহী পরিচালক শাহিদুর রহমানসহ মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাজ্জাক জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান বলেন, সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করার কারণে বেকার শ্রমিকদের পরিবার ও এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে মধুখালী ও বালিয়াকান্দি উপজেলার ৪ হাজার পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আমরা সব সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকতে চাই।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here