Friday, December 27, 2024

লাশ ঘরে ডাকাতি প্রস্তুতিকালে চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে লাশ ঘরে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ একটি কালো সুইচ গিয়ার চাকু হাতলসহ লম্বা ১০ ইঞ্চি (২) একটি সিলভার রংয়ের সুইচ গিয়ার চাকু  হাতলসহ লম্বা ১০ ইঞ্চি (৩) একটি লোহার তৈরী চাকু লম্বা ১১ ইঞ্চি একপাশে ধারালো (৪) একটি ছ্যান দা, কাঠের বাটসহ লম্বা অনুমান ২২ ইঞ্চি।

সোমবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ীর উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার কালাম চৌধুরীর ছেলে মোঃ সাগর চৌধুরী (২৫), পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ  মাহবুব মিয়া (৩৯) গোয়ালন্দ হাউলি কেউটিল এলাকার ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান রনি (২৫) ও ফরিদপুর কোতোয়ালি উপজেলার মালাঙ্গা গ্রামের মোঃ নুরু তালুকদারের ছেলে মোঃ উজ্জল তালুকদার তাজু (৩১)।

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পাশে লাশ রাখার ঘরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪-৫ জন পালিয়ে গেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here