Wednesday, January 22, 2025

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উজ্জল হোসেন, পাংশা: জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে পাংশা বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রতন মাহমুদের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন, পাংসার সিনিয়র সাংবাদিক এম এ জিন্নাহ, মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ ও মো. শামীম হোসেন সহ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির বক্তব্যের মাধ্যমে, দুর্বৃত্তদের নিশংস হামলায় নিহত জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here