Monday, May 6, 2024

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না -রেলপথ মন্ত্রী

এস,এম রাহাত হোসেন ফারুক: রেলপথ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সরকারের পক্ষ থেকে এইটা জানিয়ে দিতে আমরা এল্যার্ট আছি, সজাগ আছি, কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে যে কোন মূল্যে বিরত রাখতে হবে। আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিশেষ করে হিন্দু প্রধান এলাকায় মুসলমান আছে, যাতে সুন্দর ভাবে জীবন-যাপন করতে চাই। এটার কোন রকম ব্যতয় হয়, তা প্রশাসন দেখবে। আমরা ও সরকার সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমার বাড়ী, আশেপাশে যারা থাকে অধিকাংশই হিন্দু। সামরিক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সেই বিভ্রান্তি থাকে না, সবাই এখন বুজতে পারে। যারা মারা গেছে আমরা তাদের আত্নার শান্তি কামনা করি। জঙ্গল ইউনিয়নে কোন প্রকার অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। হিন্দুদের মধ্যেও গুজব ছড়ানো লোক আছে, সেদিন বলল মুসলমানরা দলে দলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেল কিছুই না। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী প্রমুখ।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সংখ্যালঘু অধিষ্ঠিত সীমান্তবর্তী এলাকায় গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here