Sunday, December 22, 2024

‘সূর্যবংশী’র আয় ২০০ কোটি রুপি

রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ বিশ্বজুড়ে আয় করেছে ২০০ কোটি রুপি। দীর্ঘদিন পর বলিউডের কোনো সিনেমা বক্স অফিসে এমন চমক দেখিয়ে দিলো ।

‘টিপ টিপ বারসা পানি’ গানের এই সিনেমা শুধু ভারতেই আয় করেছে ১৫০ কোটি রুপির ওপরে। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি আয় করেছে আরও ৫০ কোটি রুপি। সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ঢল নেমেছে দর্শকের।

পুলিশি অ্যাকশনের পাশাপাশি অক্ষয়-ক্যাটরিনার ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটিও ব্যাপক প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছে।

করোনা মহামারীর কারণে নিষ্প্রাণ সিনেমাহলগুলোতে আবারো প্রাণ ফিরিয়েছে এই সিনেমা।

২০২০ সালের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’। কিন্ত করোনাভাইরাস মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৫ নভেম্বর ছবিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

করোনা পরিস্থিতির কারনে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক সিনেমার মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা সিনেমাগুলোর মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here