Sunday, December 22, 2024

স্বাধীনতার মানে-মোঃ আতাউর রহমান

স্বাধীনতার মানে-মোঃ আতাউর রহমান
“‘””””””””””'”””””””'””””
ফুটপাতে জন্ম যার
মৃত্যুও ফুটপাতে।
স্বাধীনতা থাকা না থাকায়
কি আসে যায় তাতে!
জয় পরাজয় তফাৎটা কি
ওরা কি তা জানে!
কেমন করে বুঝবে
ওরা স্বাধীনতার মানে?
জন্ম থেকেই বঞ্চিত ওরা
বঞ্চনা শুধু বাড়ে।
এমন জন্ম কেন হলো তার
কে বলিতে পারে?
ওদের নিয়ে বুলির ঝুলি
ধর্মে, মঞ্চে নেতার মুখে,
ওরাই মরে পশুর মত
ওরা কেন থাকে দুখে?
চলছে কত নোংরা খেলা
ধর্মে,জাতির নামে।
মানুষ সেবাই শ্রেষ্ঠ ধর্ম,
এক জাতি মানুষ,এই বিশ্বধামে।
বিধাতার নামে দায় চাপিয়ে
বুঝায় কপাল দোষ।
এমন করে কত অজুহাত,
দমিয়ে রাখে ওদের রুদ্র রোষ।
তোমার পাপে তুমি বঞ্চিত,
এই বলে ঢাকে নিজেদের পাপ।
ভন্ড জানেনা মিথ‍্যে বলায়
বাড়ছে শুধু নিজের অভিশাপ।
ও জানে যদি ক্ষোভে রোষে
অগ্নি মুর্তি জেগে উঠে একবার।
জমানো পাপের পাহাড় প্রাসাদ
ভেঙ্গে চুড়ে পুরে হবে ছাড়খাড়।
ওদের খবর কেউ রাখেকি
ধর্মগুরু, কিংবা সমাজ পতি।
ওরাও মানুষ বঞ্চিত কেন!
নেই কেন ওদের অন্ন,গতি?
বিশ্বে যত বঞ্চিত নিঃস্ব
তাদেরও আছে অধিকার।
অধিকার তার পৌঁছে দিবে
দাবি মানবতার।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here