Friday, April 26, 2024

রাজবাড়ী শিল্পকলায় ‘ভাঙ্গন’ নাটক মঞ্চস্থ্য

নেহাল আহমেদ,রাজবাড়ীঃ প্রত্যাশা থিয়েটারের ভাঙ্গন নাটক এর রচনা ও নির্দেশনায় ছিলেন গোলাম মোর্তজা সাগর।

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মঞ্চে প্রত্যাশা থিয়েটারের এই নাটকের কাহিনীতে দেখা যায়, গ্রামীন জীবনের বর্তমান চালচিত্র মর্মান্তিক জীবন যাপন।কুশেহাটা নামক গ্রামের কাহিনী নিয়ে গড়ে ওঠা এই নাটক দর্শকের মনে নাড়া দিতে সক্ষম হয়।

সুন্দর এই ধরণীতে বেঁচে থাকাটাই যেন মাঝে মাঝে নিরর্থক মনে হয়। জীবনকেই মনে হয় জীবনের চরম শত্রু ।

গ্রাম জীবনের তাদের চাওয়া পাওয়া জালের মতো ভাষা জীবন । চাওয়া-পাওয়ার পরিমাণটা কম অথবা খুব বেশি হলে জীবনের অনুভূতিগুলিই পাল্টে যায় কুশেহাটা গ্রামের মানুষের।মহব্বতের না পাওয়ার কষ্ট মানুষের ভেতরটা কুঁড়ে কুঁড়ে খায়।

রাজবাড়ী জেলার কুশেহাটা গ্রামের একসময় জীবনের তৈরি সব ব্যাকরণ পাল্টে যায়। বিরহের বাতাসে যে মগ্নতা সেতো অন্য কিছুতে নেই, যে তাতে নেশার মতো সারাদিন ডুবে থাকা যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুপ ঘোষ,মাহফুজা আক্তার সজীব সরকার, তানিয়া আক্তার প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here